আমরা মানুষ' আমরা সবাই কারো না কারো সাথে বন্ধুত্তের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। আমাদের মনের অজান্তেই কারো না কারো সাথে বন্ধুত্ব হয়ে যায়।
এই বন্ধুত্বের সাথে জড়িয়ে থাকে নানা ধরনের আনন্দ বেদনা, স্মৃতি ইত্যাদি।
এই বন্ধুত্বের মাঝে আসে নানা ধরনের ভুল বোঝাবুঝি। এর মাঝে কিছু সম্পর্ক থেকে যায়, আবার কিছু সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। যে বন্ধুত্বের মাঝে হাজার বিপদ এলেও তাদের একের অপরের উপর বিশ্বাস হারাই না, সেটাই প্রকৃত বন্ধুত্ব।
▶️▶️▶️▶️▶️▶️ বন্ধুত্ব বিচ্ছেদ হওয়ার কিছু কারণ ◀️◀️◀️◀️◀️◀️
১. ভুল বোঝাবুঝি
২. স্বার্থের লোভ
৩. অন্যের মিথ্যা কথা বিশ্বাস করা
৪. খারাপ নারীর প্ররোচনা পড়া
৫. যাচাই না করি মিথ্যে আরোপ করা
এছাড়াও রয়েছে নানা রকম কারণ।
❤️❤️❤️❤️❤️❤️❤️বন্ধুত্ব নিয়ে কিছু কথা ❤️❤️❤️❤️❤️❤️❤️
বন্ধুত্ব একটি পবিত্র সম্পর্ক তাই আমাদের আপন আপন বন্ধুর অপুর বিশ্বাস রাখতে হবে ও সতর্ক থাকতে হবে।

0 Comments
Post a Comment